অভিনেত্রী শ্রীলা মজুমদারের প্রয়াণে শোকপ্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনেত্রীর মৃত্যুতে বাংলা চলচ্চিত্র জগতে বিরাট ক্ষতি হল, সোশ্যাল মিডিয়ায় লিখেছেন মুখ্যমন্ত্রী।
কী লিখেছেন মুখ্যমন্ত্রী?
দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন ওই অভিনেত্রী। ৬৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । তাঁর প্রয়াণে এক্স হ্যান্ডেলে মুখ্য়মন্ত্রী লেখেন, অত্যন্ত দক্ষ অভিনেত্রী ছিলেন শ্রীলা। একাধিক সিনেমায় দুর্দান্ত অভিনয় করেছেন। পাশাপাশি, অভিনেত্রীর পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি।
বিগত ৩ বছর ধরে কর্কট রোগে ভুগছিলেন। চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত টাটা মেডিক্যাল সেন্টারে ভর্তি ছিলেন তিনি। তারপর তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। তাঁরর এক সন্তান থাকেন বিদেশে। সেখানেই পড়াশোনা করছেন তিনি। যদিও মায়ের অসুস্থতার খবর পেয়ে কলকাতায় ফিরেছেন।