একদিনের সফরে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুর্শিদাবাদের সাগরদিঘিতে (Sagardighi) প্রশাসনিক বৈঠক করবেন তিনি। সরকারি পরিষেবা সংক্রান্ত একটি অনুষ্ঠানেও যোগ দেবেন। এরপরই আলিপুরদুয়ার ও মেঘালয় যাওয়ার কথা আছে তাঁর।
রাজ্যের মন্ত্রী ও বিধায়ক সুব্রত সাহা (Subrata Saha) প্রয়াত হয়েছেন। তাঁর আসনে কে প্রার্থী হবেন! মুখ্যমন্ত্রী আসার আগে তা নিয়েও জেলাজুড়ে জল্পনা তৈরি হয়েছে। সম্প্রতি দলের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের বাড়িতে আয়কর বিভাগ হানা দিয়েছে। তারপর এই প্রথম মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: মমতা প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য, অমর্ত্যের মন্তব্যকে স্বাগত জানালেন মমতা
সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচন শুরু হওয়ার আগে একবার সব জেলায় ঘুরে আসতে চান তৃণমূল নেত্রী। দুপুর ১২টা থেকে প্রশাসনিক সভা শুরু হওয়ার কথা। একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। এরপর আলিপুরদুয়ারেও প্রশাসনিক বৈঠক করবেন তিনি।
রবিবার থেকেই সাগরদিঘির মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে। জেলা পুলিশ দফায় দফায় সভাস্থল পরিদর্শন করছে। সভাস্থলের পাশেই হেলিপ্যাড তৈরি করা হয়েছে।