অবশেষে ডিএ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মুখ্যমন্ত্রী এই সংক্রান্ত বৈঠকে বসবেন বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় হারে ডিএ ও বকেয়া ডিএ-র দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মীদের একাংশ।
এর আগে রাজ্য সরকারের পক্ষ থেকে বৈঠক করা হলেও তা ফলপ্রসূ হয়নি। জল শীর্ষ আদালত পর্যন্ত গড়িয়েছে। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, DA সরকারের ঐচ্ছিক বিষয়। বাধ্যতামূলক নয়। এর আগেও নবান্নে বৈঠক করে দুই পক্ষ। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী ছিলেন না। বুধবার তিনটে নাগাদ নবান্নে এই বৈঠক হতে পারে।
মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠকে এই বিষয় প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন, "কয়েকজন কথা বলতে চেয়েছিলেন। তাঁদের সঙ্গে বসব।" মুখ্যমন্ত্রীকে সাংনে রেখে এই সমস্যা তুলে ধরলে, সমাধান হবে বলে মনে করছেন আন্দোলনকারীদের একাংশ।