শারীরিক অসুস্থতার কারণে কয়েকদিন নবান্নে যেতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর বুধবার নবান্নে গিয়ে একাধিক বিষয়ে মন্তব্য করেন তিনি। নাম না করে শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করতে ছাড়েননি । একই সঙ্গে ED-র অতি-সক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন।
মুখ্যমন্ত্রীর দীর্ঘদিন নবান্নে না আসা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। সেসবের জবাব দিতে গিয়ে নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন তিনি। তিনি বলেন, "কাদের ৬০, ৭০টা ট্রলার আছে, কটা গাড়ি আছে, কটা পেট্রলপাম্প আছে আমরা সেসবের কাগজপত্র বের করছি। এতদিন করিনি, কিন্তু এবার করছি।"
Read More- ভুল চিকিৎসা হয়েছিল তাঁর! সাংবাদিক বৈঠকে অভিযোগ স্বয়ং মুখ্যমন্ত্রীর
এর সঙ্গে এদিনের বৈঠকে জ্যোতিপ্রিয় মল্লিকের নামও না নিলেও কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, দোষ প্রমাণের আগেই গ্রেফতার করে নিচ্ছে। কিছু প্রমাণ হওয়ার আগেই চোর বলে দেওয়া হচ্ছে।