সোমবার জলপাইগুড়ির সভা থেকে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, ১০০ দিনের কাজ, গ্রাম সড়ক যোজনা সহ একাধিক প্রকল্পের টাকা বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার। সেকারণে ফের দিল্লি যাচ্ছেন তিনি। এবং প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন। টাকা আদায়ের দাবিতেই ওই বৈঠক হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিনের সভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তীব্র কটাক্ষের সুরে তিনি বলেন, কেন্দ্রে BJP সরকার ক্ষমতায় থাকলে সব ছিনিয়ে নিয়ে চলে যাবে।
এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে ঠিক কবে বৈঠক রয়েছে সেবিষয়ে স্পষ্ট করে বলেননি। তিন দিনের সফরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। INDIA জোটের বৈঠকও রয়েছে সেসময়। ওই বৈঠকেও যোগ দেবেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।