বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে কেন্দ্র সরকার(Mamata Banerjee on Central Govt.)। দেশের বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে বিরোধী দল সরকার চালাচ্ছে, সেখানেই কেন্দ্রের বিজেপি সরকার(BJP Govt.) বিভিন্ন প্রকল্পের প্রাপ্য টাকা আটকে দিচ্ছে। সোমবার মুর্শিদাবাদের(Murshidabad District TMC) সাগরদিঘির জনসভা থেকে এমনটাই অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee)।
সোমবার একাধিক ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে(BJP Govt.) নিশানা করেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, জঙ্গীপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনকে ইচ্ছাকৃতভাবে হেনস্থা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নাম না করে এদিন শুভেন্দু অধিকারীকেও(Suvendu Adhikari) আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তাঁর ইশারাতেই যে জাকির হোসেনের(TMC MLA Jakir Hossain) বাড়িতে তল্লাশি চলছে, এদিন সেই অভিযোগও করেন বাংলার মুখ্যমন্ত্রী।
অন্যদিকে, সাকেত গোখেল(Saket Gokhale) ইস্যুতেও সরব হতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিজেপিকে(BJP on Mamata Banerjee) কার্যত হুঁশিয়ারির সুরের তিনি বলেন, বঙ্গভবন(Delhi Banga Bhawan) পশ্চিমবঙ্গ সরকারের সম্পত্তি। সেখান রাজ্য সরকারের অনুমতি ভিন্ন কেউ গেলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।