মহালয়ার দিন থেকেই পুজো উদ্বোধন শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাতিবাগান থেকে সেলিমপুর- একাধিক পুজো মণ্ডপ উদ্বোধন করেন তিনি। তারই মাঝে বুধবার তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগোবাংলার উৎসব সংখ্যাও প্রকাশ করেন তিনি। সেখানেই উৎসব করার কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
RG কর কাণ্ডের ১ মাস পর উৎসবে ফেরার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। এমনকি, বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা কটাক্ষ করেছিলেন। সেই পরিস্থিতিতে মহালয়ার দিন ফের উৎসব করা নিয়ে ব্যাখ্যা দিলেন তৃণমূল নেত্রী।
জাগো বাংলার উৎসব সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই প্রশ্ন তোলেন, "অনেকে বলেন পুজো কেন করব? উৎসব কেন করব?" তারপরই জবাবে তিনি বলেন, "কথাতেই আছে ১২ মাসে ১৩ পার্বণ। আমরা সব কাজ করি। ধর্মও মানি। সর্ব ধর্ম সমন্বয়। রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। আমরা সেটাই করে থাকি। সবাইকে নিয়ে চলার মধ্যে একটা প্রাণ আছে।"
এদিকে একদিকে যখন রাজ্যের বিভিন্ন পুজো মণ্ডপ উদ্বোধন করতে ব্যস্ত মুখ্যমন্ত্রী। ঠিক তখনই কলকাতার রাজপথে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। আর জি কর কাণ্ডের প্রতিবাদে এবং প্রকৃত অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে ওই মহা মিছিল করেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারীদের অনেকেই পুজোর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন। ভোর দখলের পাশাপাশি তর্পণের সময় গঙ্গায় মোমবাতি ভাসিয়েছেন অনেকেই।
এই পরিস্থিতিতে ফের উৎসব করা নিয়ে ব্যাখ্যা দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। জাগো বাংলার উৎসব সংখ্যা প্রকাশের পাশাপাশি কলকাতা শহর ও জেলার একাধিক পুজো উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।