"বাংলায় বনধ হয় না এবং বনধ সমর্থন করেন না।" উত্তরবঙ্গ সফর শেষে কলকাতা ফেরার আগে বাগডোগরা বিমানবন্দরে এমনই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সাত বছর পর ফের বন্ধ পাহাড়ে। সোমবার ১২ ঘণ্টার বনধ চলছে সেখানে। চা বাগান শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ ওই বনধ ডেকেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের মাঝেই সোমবার বন্ধ ডাকা হয়েছে। পুজোর আগে ২০ শতাংশ বোনাসের দাবিতে বন্ধ ডেকেছে তারা।
জিটিএর চিফ এগজিকিউটিভ অনীত থাপার দল জানিয়েছে, বন্ধের বিরোধিতা বা সমর্থন কোনওটাই করছে না তাঁরা। তবে শ্রমিকদের পাশে রয়েছেন।
কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "আমি কোনও বনধ সমর্থন করি না। চা শ্রমিকদের দাবি পূরণে মিটিং চলছে। তারা বিবেচনা করবে। আমরা এবিষয়ে কোনও হস্তক্ষেপ করতে পারি না।" একই সঙ্গে তিনি জানান, বাংলায় বনধ হয় না।
এই বনধে স্তব্ধ পাহাড়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের মাঝেই চা শ্রমিকদের বনধ পালন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।