রবিবার এসএসকেএম-এ (SSKM) রোগী মৃত্যু ও কর্তব্যরত চিকিৎসকদের মারধরের অভিযোগের ঘটনায় এবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তাঁর কথায়, এসএসকেএম হাসপাতালে পুলিশের পার্মানেন্ট ক্যাম্প রয়েছে । তারপরেও কীভাবে এ ঘটনা ঘটল ? বাড়ির লোকেরা যখন বডি নিয়ে গেল, তখন কেন পুলিশ চলে গেল কেন ? প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee reacts on SSKM issue) । পাশাপাশি, চিকিৎসকদের মারধর করার বিষয়টি নিয়ে কড়া নিন্দা করেছেন তিনি ।
রবিবার দিল্লি যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী । সেইসময় এসএসকেএম প্রসঙ্গ উঠতেই মমতা সাংবাদিকদের উদ্দেশে স্পষ্ট জানান, তাঁরা কেউই পুরো বিষয়টি জানেন না । তিনি সকালে সবটা সামলে নিয়েছেন । মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,"তখন দুইজন মাত্র জুনিয়র ডাক্তার ছিল। কোনও সিনিয়র ডাক্তার ছিল না। ঘটনাটি চার-পাঁচদিন আগের একটি অ্যাক্সিডেন্ট কেস। যাই হোক, একজন তরুণ ছেলে মারা গেলে, মানুষের তো দুঃখ হয়। কিন্তু তাঁদের এটা করা উচিত নয়।...চিকিৎসকরা তাঁদের সবটুকু দিয়ে চেষ্টা চালিয়ে গিয়েছেন ।" রাতের বেলায় যাতে জুনিয়র ডাক্তারদের পাশাপাশি সিনিয়ররাও থাকেন, সেই বিষয়টিও সুনিশ্চিত করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী ।
মুখ্যমন্ত্রীর কথায়, ট্রমা কেয়ার সেন্টার অন্যতম সেরা । সেখানে ভাঙচুরের অভিযোগ উঠেছে । সেই ঘটনায় যে তিনি অসন্তুষ্ট, এদিন, তাঁর বক্তব্যে সেটা স্পষ্ট । তিনি বলেন, "রাতের বেলা মারা গিয়েছে বলে ওরা হঠাৎ ঢুকে গিয়েছে। আমি কত কষ্ট করে, কত টাকা খরচ করে এই ট্রমা সেন্টার করেছি ।" পাশাপাশি, জুনিয়র চিকিৎসকদের পাশে থাকার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী ।