রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলা করতে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রশাসন সূত্রে খবর, ডেঙ্গি নিয়ন্ত্রণে সারা সপ্তাহ ২৪ ঘণ্টা কাজের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
শনিবার মুখ্যসচিবের নেতৃত্বে ডেঙ্গি নিয়ে নবান্নে ভার্চুয়াল বৈঠক হয়। সেই বৈঠকে ছিলেন স্বাস্থ্যসচিব মুখ্য স্বাস্থ্য আধিকারিক, , জেলাশাসক, মহকুমাশাসক, জেলা পুলিশের আধিকারিকরাও। কালীঘাটের বাড়ি থেকে বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রীও। ডেঙ্গি মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: পুজোর থিম মদন মিত্র, নিজের মূর্তি কুমোরটুলিতে খতিয়ে দেখলেন কামারহাটির বিধায়ক
ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলা করতে আগামী ২ সপ্তাহ পুরসভা, গ্রাম পঞ্চায়েত, ব্লকগুলিতে নজরদারি চালানোরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী ২-৩দিন বৃষ্টি হতে পারে। তাই জল দ্রুত সরানোর নির্দেশও দেওয়া হয়েছে।