আগামী বছর লোকসভা ভোট । সেকথা মাথায় রেখে কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে জোরদার আন্দোলনে প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল । জানা গিয়েছে, এবার দিল্লি রাজপথে আন্দোলন নামতে পারেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী ২৩ নভেম্বর নেতাজি ইন্ডোরের সভাতেই সেই কর্মসূচি ঘোষণা করতে পারে তৃণমূল ।
শুধু দিল্লি নয়, লোকসভা ভোটকে পাখির চোখ করে বাংলাতেও একাধিক কর্মসূচি গ্রহণ করতে পারে তৃণমূল । কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুকে সামনে রেখে আন্দোলনে ঝাপাতে তৈরি শাসকদল । নেতাজি ইন্দোর স্টেডিয়ামের সভায় সেই বিষয়েও আলোচনা হতে পারে । আপাতত সভাকে কেন্দ্র করে তৃণমূল অন্দরে প্রস্তুতি তুঙ্গে রয়েছে ।