মহালয়াতে কলকাতার একাধিক পুজো মণ্ডপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারসঙ্গে এদিনই চেতলা অগ্রণী সংঘের দূর্গা প্রতিমার চক্ষুদানও করেন তিনি।
বুধবার বিকেলে প্রথমেই মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছিলেন হাতিবাগান সর্বজনীন পুজো মণ্ডপে। সেখানে মণ্ডপ উদ্বোধন করেন তিনি। এরপর সেলিমপুর পল্লি, বাবুবাগান সর্বজনীন, ৯৫ পল্লি, যোধপুর পার্ক, চেতলা অগ্রণী-র মণ্ডপের উদ্বোধন করেন। সন্ধে নাগাদ চেতলা পৌঁছন তিনি। সেখানে পুজো উদ্যোক্তাদের দাবি মেনে চক্ষুদানের মাধ্যমে পুজো উদ্বোধন করেন।
শুধু কলকাতা নয়, জেলার একাধিক পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মহালয়ার বিকালে অনলাইনে ৩২০টি জেলার পুজো উদ্বোধন করেন তিনি। পাশাপাশি এবারের পুজোয় নিজের ১০টি গানের অ্য়ালবামও প্রকাশিত হয় এদিন।
শুধু পুজো উদ্বোধন নয়, তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলার উৎসব সংখ্যার প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই অনুষ্ঠান মঞ্চে উৎসবে সামিল হওয়ার কারণ ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, উৎসবের মাধ্যমে সবাইকে নিয়ে চলার মধ্যে প্রাণ আছে। আর সেই কারণেই উৎসবে সামিল হওয়া প্রয়োজন।
জাগো বাংলার উৎসব সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই প্রশ্ন তোলেন, "অনেকে বলেন পুজো কেন করব? উৎসব কেন করব?" তারপরই জবাবে তিনি বলেন, "কথাতেই আছে ১২ মাসে ১৩ পার্বণ। আমরা সব কাজ করি। ধর্মও মানি। সর্ব ধর্ম সমন্বয়। রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। আমরা সেটাই করে থাকি। সবাইকে নিয়ে চলার মধ্যে একটা প্রাণ আছে।"