রেড রোডের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন একাধিক মন্ত্রী এবং রাজ্য সরকারের বিভিন্ন দফতরের একাধিক আমলা। এছাড়াও বিভিন্ন স্কুলের পড়ুয়ারা উপস্থিত হয়েছিল স্বাধীনতা দিবসের ওই অনুষ্ঠানে। মুখ্যমন্ত্রী ছাড়াও অভিবাদন মঞ্চে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিজি মনোজ মালব্য।
পতাকা উত্তোলনের পর একাধিক দফতরের ট্যাবলো প্রদর্শিত হয়। খাদ্য সাথী, দুয়ারে সরকার, দুয়ারে রেশন, স্বাস্থ্য সাথী সহ একাধিক ট্যাবলোর মাধ্যমে রাজ্য সরকারের সাফল্য তুলে ধরা হয়।
এদিকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে। কম্যান্ডো বাহিনী এবং কুইক রেসপন্স টিমের কড়া প্রহরার মধ্যেই অনুষ্ঠান হয়। এদিকে কুচকাওয়াজের জন্য ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলকাতার একাধিক রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।
Read More- আগামী বছর তাঁর হাতেই উঠবে স্বাধীনতার পতাকা, বিরোধীদের কটাক্ষ প্রধানমন্ত্রীর
রেডরোডে নিরাপত্তার জন্য ছটি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। রাস্তার দুপাশে রয়েছে কয়েকশো সিসিটিভি। আকাশ পথেও নজরদারি চালানো হচ্ছে। পুরো এলাকার দায়িত্বে রয়েছেন ১৭ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিক এবং ৪৬ জন অ্যাসিসিট্যান্ট কমিশনার।