লক্ষ্মী পুজো উপলক্ষ্য়ে বিশেষ কবিতা লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম দিয়েছেন আমার লক্ষ্মী। শনিবার বিকালে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ওই কবিতা প্রকাশ করেন তিনি।
মোট ২৪ লাইনের ওই কবিতার একাধিক বিষয় উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গ যেমন টেনেছেন তেমনই বৈষম্যের বিষয়টিও উল্লেখ করেছেন। দীর্ঘদিন ধরেই কেন্দ্রের বিরুদ্ধে বৈষম্যমূলক ব্যবহারের অভিযোগ করে আসছেন মুখ্যমন্ত্রী। এবার নিজের লেখা কবিতাতেও সেই বিষয়টি উল্লেখ করলেন।
শুধু এখন নয়, এর আগেও একাধিক বিষয়ে কবিতা লিখেছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদেও কবিতাকে হাতিয়ার করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার ফের লক্ষ্মী পুজোর দিন নিজের সোশ্যাল মিডিয়ায় কবিতা প্রকাশ তাঁর।