এক মাস হয়ে গিয়েছে । এবার উৎসবে ফিরুন । রাজ্যবাসীকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার নবান্ন সভাঘরে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানেই তাঁর অনুরোধ, কোনও প্রতিবাদে রাজ্য সরকার বাধা দেয়নি । তবে, এবার মানুষ যেন পুজোয় ফেরেন । একই সঙ্গে CBI-কে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন ।
রাতের বেলায় পুলিশ রাত জেগে পাহারা দেয়। কোনও দুর্ঘটনা ঘটলে পাহারা দেয় । দুর্যোগ হলে পাহারা দেয়, কিন্তু প্রতিদিন রাতে যদি আপনারা রাস্তায় থেকে...অনেক মানুষের অসুবিধা হয় । অনেক এলাকায় বয়স্ক মানুষও আছেন । মাইক লাগালে তাঁদের ঘুমের অবিধা হয় । যার জন্য নিয়মও আছে পলিউশন কন্ট্রোল বোর্ডের যে, রাত দশটার পর মাইক বাজানো যাবে না । তা সত্ত্বেও আমরা ছেড়ে দিয়েছি । এক মাস তো হয়ে গেল । আজ ৯ তারিখ । এক মাস এক দিন । ৩১-এ মাস গিয়েছে । আমি অনুরোধ করব, পুজোয় ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন । আর সিবিআইকে বলব দ্রুত বিচারের ব্যবস্থা করুন ।'
মুখ্যমন্ত্রী আরও বলেন, "মুখ্যমন্ত্রীর বক্তব্য, “বাংলায় একটি ঘটনা ঘটলেও, তা দুর্ভাগ্যজনক। আমরা কেউ তা সমর্থন করি না। চুপচাপ আছি। নীরবে বেদনা সহ্য করছি। পুলিশকে অ্যাকশন নিতে বারণ করেছি। কিন্তু দয়া করে পরিষেবা দিন।"