বিজেপির ডাকা ১২ ঘণ্টা বাংলা বনধ চলছে রাজ্যজুড়ে । এদিকে, ২৮ অগাস্ট অর্থাৎ বুধবারই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস । প্রত্যেক বছরের মত এবছরও মেয়ো রোডে সমাবেশ রয়েছে তৃণমূলের । সেখানে উপস্থিত থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তার আগে এক্স হ্যান্ডেলে যুব সমাজকে বিশেষ বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । একইসঙ্গে আরজি করের নির্যাতিতাকে টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস উৎসর্গ করলেন তৃণমূল নেত্রী ।
এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,'আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসটিকে আমি উৎসর্গ করছি আমাদের সেই বোনটিকে, যাঁকে আমরা কয়েক দিন আগে আরজি কর হাসপাতালে মর্মান্তিকভাবে হারিয়ে শোকাহত।' নির্যাতিতার বাবা-মাকে সমবেদনা জানিয়েছেন তিনি । একইসঙ্গে দেশে যত মহিলা নির্যাতনের শিকার হয়েছেন, এদিন তাঁদের প্রতি দুঃখপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী । তিনি লেখেন, 'সারা ভারতে সকল বয়সের যত নারী যেখানে যত অমানসিক ঘটনার শিকার হয়েছেন, তাঁদের সকলের জন্য আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে আমাদের দুঃখ জ্ঞাপন করি।'
যুব সমাজকেও বিশেষ বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তরুণ প্রজন্মকে তাঁদের সামাজিক ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়েছেন । মুখ্যমন্ত্রী আরও লেখেন, 'ছাত্র-ছাত্রী, যুবক-যুবতীদের একটা বড় সামাজিক ভূমিকা আছে। সমাজ ও সংস্কৃতিকে জাগ্রত রাখার মধ্যে দিয়ে নতুন দিনের স্বপ্ন উপহার দেওয়া এবং চারপাশের সকলকে নতুন দিনের উজ্জ্বল ব্রতে উদ্বুদ্ধ করাই ছাত্র সমাজের কাজ। '
উল্লেখ্য, বিজেপির ডাকা ১২ ঘণ্টা বনধকে কেন্দ্র করে জেলায় জেলায় বিক্ষোভ, অশান্তির খবর সামনে আসছে । কোথাও ট্রেন অবরোধ, কোথাও মেট্রো স্টেশনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী-সমর্থকরা । বনধকে সফল করতে সকাল থেকেই রাস্তায় নেমে পড়েছেন তাঁরা । যদিও, বিজেপির ডাকা বনধকে উপেক্ষা করে মেয়ো রোডের সমাবেশে উপস্থিত থাকতে দূর দূর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ ।