আজ, ১৪ অগাস্ট কন্যাশ্রী দিবস। প্রায় ১০ বছর হতে চলল এই প্রকল্পের। শুধু রাজ্য বা দেশে নয়, বিদেশের মাটিতেও এই প্রকল্প সমাদৃত হয়েছে। সেই সাফল্যকে স্মরণ করে এদিন মুখ্যমন্ত্রী টুইট করেন। টুইটে লেখেন, কন্যাশ্রী প্রকল্প সূচনা করা হয়েছিল বাংলাজুড়ে মেয়েদের শক্তি বৃদ্ধি করতে। এই প্রকল্প এখনও সফলভাবে চলছে। তিনি আরও লেখেন, এই প্রকল্পের সঙ্গে যুক্ত প্রতিটি মেয়েকে কন্যাশ্রী দিবসে বড় স্বপ্ন দেখার জন্য ও নির্ভীকভাবে সেই স্বপ্ন অনুসরণ করার জন্য অভিনন্দন জানাই। এভাবেই ভবিষ্যত উজ্জ্বল করুন।
রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যে জনহিতকর প্রকল্প চালু করেছেন তার মধ্যে অন্যতম কন্যাশ্রী (Kanyashree scheme)। ১৮ বছরের আগে মেয়েদের যাতে বিয়ে রোখা যায়, পড়াশুনা করে সাবলম্বী হতে পারে, সেই কথা মাথায় রেখেই এই প্রকল্প শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পকে রাজ্যজুড়ে উন্নীত করার লক্ষ্যেই ১৪ অগস্ট ‘কন্যাশ্রী দিবস’ (Kanyashree Dibwas) পালন করা হয়।
আরও পড়ুন- TMC : প্রতিবাদ মিছিল থেকে পাল্টা জবাবের হুঁশিয়ারি তৃণমূলের
টাকার অভাবে যাতে মেয়েদের পড়াশুনা বন্ধ না হয়ে যায়, সেই লক্ষ্য নিয়েই পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প শুরু করে। এই প্রকল্প অনুযায়ী, এই প্রকল্প থেকে ছাত্রীরা বছরে ৫০০ টাকা করে বৃত্তি পাবে। ১৮ বছর পর্যন্ত বিয়ে না হওয়া মেয়েদের জন্য রয়েছে এককালীন পঁচিশ হাজার টাকা পাওয়া যায়।