যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্রমৃত্যু। বারবার উঠে আসছে ব়্যাগিংয়ের অভিযোগ। এই পরিস্থিতিতে গোটা রাজ্যের জন্য অ্যান্টি ব়্যাগিং হেল্পলাইন নম্বর চালু করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের যে কোনও প্রান্ত থেকে এই নম্বরে লালবাজারে অভিযোগ করা যাবে। টোল ফ্রি নম্বরটি হল ১৮০০-৩৪৫-৫৬৭৮।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, "যাদবপুর আমাদের চোখ খুলে দিয়েছে। অনেকদিন এটা বন্ধ ছিল। হয়তো অনেক ঘটনাই ঘটে। কিন্তু ছাত্রছাত্রীরা ভয়ে জানায় না। অন্ধ্রপ্রদেশেও একটা ঘটনা ঘটেছে। আমি সিআইডির হাতে সেটার দায়িত্ব দিয়েছি। তাঁরা তদন্ত শুরু করেছে।"
এর আগে একাধিকবার যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনা নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। সোমবার এই ঘটনার দায় সিপিএমের উপরে চাপিয়েছেন। মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন, "কোনও কলেজে, কোনও বিশ্ববিদ্যালয় বা কর্মস্থলে কারও উপর কেউ ব়্যাগিং করে, একটা ফোন করে ইনফরমেশন দেবেন। আর আপনার নম্বরটা দিয়ে দেবেন। সেই নম্বর গোপন থাকবে। আপনার তথ্য যাতে কেউ না পায়, তার জন্য পুলিশ সেফ লকার তৈরি করবে।"