বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে আমবাগানে লাগাতার ধর্ষণের অভিযোগ। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অষ্টম শ্রেণির ছাত্রী। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানা এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে রাজ্যের শিশু সুরক্ষা কমিশন।
নির্যাতিতার পরিবারের অভিযোগ, ঘটনার জল যাতে বেশি দূর না গড়ায়, তাই গ্রামের মাতব্বরা সালিশিসভা বসায়। থানা থেকে অভিযোগ তুলে নেওয়ার ধমকিও দেওয়া হয় পরিবারকে। আড়াই লাখ টাকার প্রলোভনও দেখানো হয়েছে বলে দাবি পরিবারের।
গত বুধবার সন্ধ্যায় আমবাগান থেকে অচৈতন্য অবস্থায় নাবালিকাকে উদ্ধার করে পরিবার। ইতিমধ্যেই অভিযুক্তের কড়া শাস্তির দাবি উঠেছে। এরই মধ্যে মানিকচক থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা।