বড় কিছু 'অঘটন' ঘটলে ছুটি হয়ে যাবে স্কুল। মুক্তি পাওয়া আবাসিক হস্টেল থেকেও। সেই কারণেই ৬ বছর বয়সী ক্লাস ওয়ানের পড়ুয়াকে পুকুরের ধারে ডেকে নিয়েছিল অষ্টম শ্রেণির এক ছাত্র। তারপর থেঁতলে খুন করা হয় ওই শিশুকে!
মানবাজার থানার একটি বেসরকারি আবাসিক স্কুলের এমন ঘটনায় শিউড়ে উঠছেন সকলে। অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়েছে। আপাতত তার ঠাঁই হয়েছে হুগলির একটি জুভেনাইল হোমে।
গত মঙ্গলবার মানবাজারের ওই স্কুলে মুখ থেঁতলে যাওয়া অবস্থায় প্রথম শ্রেণির এক পড়ুয়ার দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্তে নেমে আবাসিক পড়ুয়াদের সঙ্গে কথা বলে পুলিশ। অষ্টম শ্রেণির ওই পড়ুয়ার সঙ্গে কথা বলে পুলিশকর্মীরা বুঝতে পারেন, তার বয়ানে কিছু অসঙ্গতি রয়েছে৷ টানা জেরায় সে ভেঙে পড়ে৷
ওই কিশোর জানিয়েছে, চকোলেট দেওয়ার নাম করে বয়স ছয়েকের ছাত্রটিকে পুকুরের ধারে ডেকে নিয়ে গিয়েছিল সে। তারপর ইট দিয়ে থেঁতলে খুন করে দেহ ফেলে দেওয়া হয় জলে।কিছুদিন আগেই হস্টেলে ভর্তি হয়েছে অভিযুক্ত ছাত্র। সে বাড়ি যেতে চাইছিল। কিন্তু ছুটি তো নেই৷ ছুটির লোভেই এমন বীভৎস কাজ করেছে সে।