ক্লাস টুয়েলভের এক পড়ুয়াকে মারধর করে তাঁর শরীরে প্রস্রাব করার অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মেরঠে। ওই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়িয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।
ওই ভিডিওতে দেখা যাচ্ছে পড়ুয়ার উপর আক্রমণ চালাচ্ছে কয়েকজন দুষ্কৃতী। এবং সেই ঘটনা ফোনে রেকর্ড করছে তাদের কয়েকজন সঙ্গী। ক্রমাগত পড়ুয়াদের মাথায় ও পিঠে মারছে দুষ্কতীরা। তাদের ছেড়ে দেওয়ার আবেদন করলেন কর্নপাত করেনি অভিযুক্তরা।
এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই সাত অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের মধ্যে এক জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
পুলিশ জানিয়েছে, মোট সাত অভিযুক্তের মধ্যে চারজনকে চিহ্নিত করা গিয়েছে। তাদের নাম অভি শর্মা, আশিস মালিক, রঞ্জন এবং মোহিত ঠাকুর। বাকিদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।