টিকিট না পেয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূলের কর্মীরা। ঘটনাটি নন্দীগ্রাম ব্লক তৃণমূল পার্টি অফিসে। বিক্ষোভকারীদের অভিযোগ, ব্লক সভাপতি টাকার বিনিময়ে টিকিট দিচ্ছেন।
তাদের আরও অভিযোগ, দলের তরফে বৈঠক করে যে প্রার্থীদের টিকিট দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল তাঁদের টিকিট দেওয়া হচ্ছে না। পরিবর্তে টাকার বিনিময়ে টিকিট বিক্রি করা হচ্ছে।
সোমবার সকাল থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের একাংশ। খবর পেয়ে সেখানে যান ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ। তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরপর অফিস খোলা হলে ভিতরে থাকা চেয়ার ছোড়া হয় বলেও অভিযোগ।
যদিও সম্স্ত অভিযোগ অস্বীকার করে ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ জানিয়েছেন, টাকার বিনিময়ে টিকিট দেওয়া তৃণমূলের সংস্কৃতি নয়।