কনেযাত্রী হিসাবে যাওয়ার কথা ছিল ২৫ জনের৷ কিন্তু গিয়েছিলেন ৩০ জন। এই নিয়ে বরপক্ষের সঙ্গে কনেপক্ষের বচসা, হাতাহাতি৷ আহত হলেন স্বয়ং কনে৷ পুলিশে অভিযোগ দায়ের হল। গ্রেফতার হলেন বর (Groom arrested) সহ ৫ জন।
এমনই ধুন্ধুমার ঘটনা ঘটেছে দুবরাজপুরের (Dubrajpur Wedding) লোবা পঞ্চায়েতের শিমুলডিহি গ্রামে। সেখানকার বাসিন্দা সুরিয়া খাতুনের সদাইপুর থানার গুনসিমা গ্রামের শেখ আতিকুলের মুসলিম মতে বিয়ে হয়। রবিবার বউভাত খেতে শিমুলডিহি থেকে কনেযাত্রীরা যান গুনসিমা গ্রামে। কেন ৫ জন কনেযাত্রী বেশি এসেছেন তা নিয়ে শুরু হয় গোলমাল।
Rinku Singh: টিম ইন্ডিয়ার জার্সি পরার সময় জল আসবে চোখে, জানালেন রিঙ্কু
কনে সুরিয়ার ভাই আবুল হোসেনের অভিযোগ, বরপক্ষ লাঠি-বাঁশ দিয়ে মারধর করেছে। মাটিতে ফেলে এলোপাথাড়ি কিল,ঘুষি, লাথি মারা হয়েছে। আকিলা বিবি, মনিরা বিবি ও শামসুরনিহার বিবির শাড়ি ধরে শ্লীলতাহানির চেষ্টাও করা হয়েছে। তাঁদের পরনের কাপড় জড়িয়ে প্রাণে মারার চেষ্টাও হয়।
রীতিমতো বড়সড় অভিযোগ! গোলমালের খবর পেয়ে সদাইপুর ও দুবরাজপুর থানার পুলিশ গুনসিমা গ্রামে যায়। বর শেখ আতিকুল, তাঁর বাবা শেখ কালো গ্রেফতার হন। এছাড়া শেখ শাকির ও শেখ বাদশাকেও গ্রেপ্তার করে পুলিশ। এর বাইরে পাঁচজন পলাতক।