পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল হুগলির খানাকুল। দফায় দফায় সংঘর্ষ বাঁধে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে। সেসময় বোমাবাজিরও অভিযোগ ওঠে দু তরফের বিরুদ্ধে। অশান্তির জেরে বন্ধ হয়ে যায় বোর্ড গঠন প্রক্রিয়া। খানাকুল ১ পঞ্চায়েত এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় প্রচুর পুলিশ এবং RAF।
খানাকুল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে রয়েছে মোট ১৭টি আসন। তার মধ্যে বিজেপি এবং তৃণমূল ৮টি করে আসন পেয়েছিল। এবং ১টি আসন পেয়েছিল সিপিআই এম। কিন্তু পরে সিপিআই এম প্রার্থী তৃণণূলকে সমর্থন করে। এবং সেই মতো শুক্রবার তৃণমূল কংগ্রেস বোর্ড করতে গিয়েছিল। তখনই বিজেপি সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাঁধে।
বোর্ড গঠন শুরু হতেই দু পক্ষের মধ্যে বচসা শুরু হয়। প্রথমে হাতাহাতি শুরু হলেও পরে তা ভয়ঙ্কর রূপ ধারণ করে। ব্যাপক বোমাবাজি চলে। কাচের বোতল দিয়েও হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। ওই এলাকায় রয়েছে একটি বালিকা বিদ্যালয়। ঘটনার জেরে কয়েকজন ছাত্রীও গুরুতর অসুস্থ হয়ে পড়ে।