CISF Jawan in Toll Plaza: সিআইএসএফ জওয়ানের গাড়ি থামিয়ে টোল চাইতেই মারধরের অভিযোগ, আতঙ্কে প্লাজার কর্মীরা

Updated : Oct 18, 2022 14:41
|
Editorji News Desk

সিআইএসএফ জওয়ানদের বিরুদ্ধে এক টোল প্লাজার কর্মীকে মারধরের অভিযোগ। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার কাকসার বাঁশকোপা টোল প্লাজাতে। ইতিমধ্যেই শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। 

কমার্সিয়াল গাড়িতে পানাগড় থেকে  দুর্গাপুর আসছিলেন কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর জওয়ানরা।পানাগড় কাঁকসার বাঁশকোপা টোল প্লাজার কাছে গাড়ি দাঁড়ানো মাত্রই টোল কর্মীরা টাকা চায় বলে অভিযোগ। আর তা ঘিরেই শুরু হয় বচসা। অভিযোগ, এরপরেই বচসা গড়ায় হাতাহাতিতে। জাতীয় সড়কের ওপর থাকা এক টোল প্লাজার কর্মীকে ব্যাপক মারধর করেন বলেন অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। ঘটনায় তন্ময় সিনহা নামে ওই টোল প্লাজা কর্মী সামান্য আহত হয়েছেন। এই ঘটনায় ইতিমধ্যেই কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

ঘটনার সূত্রপাত সোমবার রাত দু'টো নাগাদ। বাঁশকোপা টোল প্লাজার ষোলো নম্বর গেট দিয়ে কমার্সিয়াল গাড়িতে পানাগড় থেকে আসানসোল যাচ্ছিলেন বেশ কয়েকজন। অভিযোগ, টোলের টাকা চাওয়া মাত্রই আচমকা তন্ময় সিনহার সঙ্গে বচসাতে জড়িয়ে পড়েন তাঁরা। এরপর নিজেদের সিআইএসএফ হিসেবে পরিচয় দেন। 

টোল প্লাজার কর্মী তাঁদের আইকার্ড দেখতে চাওয়াতে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। অভিযোগ, আচমকা দু এক কথা হতে হতে গাড়িতে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তন্ময় সিনহা নামে ঐ টোল কর্মীকে ব্যাপক মারধর করে। রীতিমতো টোলের নিজস্ব টানেলে ঢুকে পড়েন তাঁরা। বেশ কিছুক্ষন ধরে তাণ্ডব চলার পর পুলিশের মধ্যস্থতায় পরিস্তিতি শান্ত হয়। 


২ নম্বর জাতীয় সড়কের আধিকারিক রাকেশ ঠাকুর বলেন, 'ঘটনাটি সোমবার রাতে ঘটেছে। আদেও ওই গাড়ি সিআইএসএফ জওয়ানদের ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই এই ঘটনায় বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।' তদন্তের আশ্বাস মিললেও তাঁদের নিরাপত্তার দাবি জানিয়ে সরব হয়েছে কাঁকসার টোল প্লাজার কর্মীরা।

CISFtoll plazaBurdwan

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর