পূর্ব মেদিনীপুরের এগরায় বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত ধৃত ভানু বাগের ভাইপো ইন্দ্রজিৎ বাগকে পাঠানো হল ৮ দিনের সিআইডি হেফাজতে বৃহস্পতিবার ভানুর ভাইপোকে তোলা হয় কাঁথি আদালতে। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় একাধিক মামলা দায়ের করা হয়েছে। পুলিশের দাবি, ইন্দ্রজিৎ এগরাতেই ছিল
Bhanu Bhag Arrested: এগরা বিস্ফোরণ কাণ্ডে ওড়িশা থেকে গ্রেফতার মূল অভিযুক্ত ভানু বাগ
উল্লেখ্য, এগরা বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত কৃষ্ণপদ বাগ ওরফে ভানু বাগ। কটকের রুদ্র নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন তিনি। বিস্ফোরণের জেরে ভানুর শরীরের ৭০ শতাংশের বেশি পুড়ে গিয়েছে। আহত অবস্থাতেই হাসপাতালে ভর্তি ছিল ভানু ও তার ছেলে ও ভাইপো। ওড়িশা থেকে সবাইকে গ্রেফতার করেছে সিআইডি। শারীরিক অবস্থা স্থিতিশীল হলে ভানুকে রাজ্যে আনবে সিআইডি।