বুধবারও থমথমে পূর্ব মেদিনীপুরের এগরার সাহারা গ্রাম। মঙ্গলবার বাজি কারাখায় বিস্ফোরণের পর কার্যত আতঙ্কেরই কেটেছে গ্রামবাসীদের রাত। ভোর হতেই ঘটনাস্থলে ঢুকছে শুরু করেছেন পুলিশ ও প্রশাসনের কর্তারা। ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে তদন্তের কাজ শুরু করেছেন সিআইডির সদস্যরা। বুধবারও কলকাতা থেকে যাচ্ছে আরও একটি দল। এই পরিস্থিতিতে এদিন গ্রামে যাওয়ার কথা রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
পূর্ব মেদিনীপুরের এই বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের দাবি সরব হয়েছে বিজেপি। মঙ্গলবার ঘটনার কথা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। টুইট করে এই ঘটনার এনআইএ তদন্তের দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির এই দাবিকে উড়িয়ে না দিয়ে পাল্টা রাজ্যের তরফে জানানো হয়েছে, এনআইএ হলে কোনও আপত্তি নেই। তবে বিজেপির উপরেই চাপ বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্নে তিনি জানিয়েছেন, যে কোনও কেন্দ্রীয় এজেন্সি দিয়ে এই ঘটনার তদন্ত করা যেতে পারে, কিন্তু মূল অভিযুক্তকে গ্রেফতার করতে হবে। এমনকী খতিয়ে দেখতে হবে কয়েক মাসে গ্রেফতার হওয়া কারখানা মালিক কী ভাবে আদালত থেকে জামিন পেয়ে গেলেন।
এগরার এই কারখানা মালিকের নাম ভানু বাগ। ঘটনার পর থেকেই তিনি পলাতক বলেই দাবি করা হচ্ছে। পড়শি ওড়িশায় গা ঢাকা দিয়েছেন ভানু। এমনটাই দাবি রাজ্য প্রশাসনের। গ্রামবাসীদের অভিযোগ, পুলিশকে মাসোহারা দিয়েই এই কারখানা চলত। যেখানে কাজ করতেন গ্রামের অধিকাংশ মহিলা। সরকারিভাবে জানানো হয়েছে এই ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। তবে রাতের দিকে গ্রামের একাংশের দাবি, এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে নয়।