লোকসভা ভোটের আগে আজ জঙ্গলমহলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ায় প্রথম জনসভা করে তিনি চলে যাবেন বাঁকুড়া। ফিরবেন ঝাড়গ্রাম সফর শেষ করে। প্রশাসন সূত্রে খবর এদিন পুরুলিয়ায় পুরুলিয়া জেলায় প্রায় এক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের দাবি, জঙ্গলমহলে এবারের লোকসভা ভোটে তৃণমূলের দিকে মোড় ঘোরাতেই পাখির চোখ মমতার।
পাঁচ বছর আগে শেষ লোকসভা ভোটে এই জঙ্গলমহল কার্যত হতাশ করেছিল তৃণমূলকে। যদিও ২০২১ সালে বিধানসভা ভোটে খানিকটা হারানো জমি ফির পায় তৃণমূল। তবুও পরিসংখ্যানে দাবি, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে এখনও রাজ্যের শাসক দলের থেকে আসনের নিরিখে খানিকটা এগিয়ে বিজেপি। তাই এবার অনেক আগে থেকেই জঙ্গলমহলে মেরামতির কাজ করতে চান মমতা।
পুরুলিয়ার পাশাপাশি এই সফরে বাঁকুড়ার জন্যও এক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এই সফরে ঝাড়গ্রামের জন্য বরাদ্দ হয়েছে ৫০০ কোটি টাকা। সম্প্রতি আদিবাসী সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের পরেই জঙ্গলমহল সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।