আগেই ঠিক ছিল, পঞ্চায়েতের আগে জেলা সফরে যাবেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো সোমবার তিনি রওনা দিচ্ছেন পূর্ব মেদিনীপুরে। তাঁর এই সফরে রাজনৈতিক ও প্রশাসনিক সভা করবেন তিনি। মুখ্যমন্ত্রীর এই জেলা সফরের আগে জেলাশাসক জানিয়েছেন, খেজুরির ঠাকুরনগরে প্রশাসনিক পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মমতা। উদ্বোধনের পাশাপাশি মোট ৪৫৪ টি প্রকল্পের পরিষেবা প্রদান করবেন মুখ্যমন্ত্রী, যার আর্থিক মূল্য ৪৭৪ কোটি ৯৭ লক্ষ টাকা। এছাড়া ৪৭ প্রকল্পের শিলান্যাস করা হবে। যার আর্থিক মূল্য ২০৭ কোটি ১৪ লক্ষ টাকা। এই কর্মসূচি শেষে দিঘায় যাবেন মুখ্যমন্ত্রী।
শুধু পূর্ব মেদিনীপুর নয়, এই দফায় আরও বেশ কয়েকটি জেলায় যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তারমধ্যে রয়েছে মুর্শিদাবাদ ও বীরভূম। এই দুই জেলার নেতাদের ইতিমধ্যেই কথা দিয়েছেন তৃণমূল নেত্রী। তবে, তাঁর এবারের পূর্ব মেদিনীপুর সফরকে বাড়তি গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক মহল। কারণ, পঞ্চায়েত ভোট ঘোষণার আগেই এই জেলার নন্দীগ্রামে প্রার্থী নাম ঘোষণা করে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তবে এই ঘটনাকে খুব বেশি আমল দিতে নারাজ জেলার তৃণমূল নেতারা। বরং তাঁদের ফোকাসে আজ, শনিবার থেকে শুরু হওয়া দুয়ারে সরকারের ক্যাম্প। জেলা নেতৃত্বের একাংশের দাবি, নেত্রী জেলা সফরে এলেই সব কিছু ঠিক হয়ে যাবে।