Mamata Banerjee : 'দিদি হিসাবে পাশে দাঁড়ালাম', আচমকা জুনিয়র ডাক্তারদের মঞ্চে মুখ্যমন্ত্রী

Updated : Sep 14, 2024 13:59
|
Editorji News Desk

জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কুর্নিশ। তাঁদের আন্দোলন মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের সব মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী। জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ করে তিনি জানিয়েছেন, সরকার তাঁদের পাঁচ দফা দাবি নিয়ে ভাববেন। এবং দোষীদের অবশ্যই শাস্তি দেবেন। শনিবার সল্টলেকে আচমকা জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চে হাজির হয়ে জুনিয়র ডাক্তারদের প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।  সঙ্গে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বৃহস্পতিবার নবান্নে বৈঠক করতে গিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। সেই বৈঠক হয়নি। তার আটচল্লিশ ঘণ্টার মধ্যে সল্টলেকে স্বাস্থ্য ভবনে জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চে নিজের হাজির হলেন মমতা। 

মুখ্যমন্ত্রী যাওয়ায় সঙ্গে সঙ্গে বিচারের দাবিতে স্লোগান ওঠে। জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, যদি তাঁরা কাজে ফিরতে চান, তিনি কথা দিচ্ছি, দাবিগুলি সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হবে। তিনি একা সরকার চালান না। সকলের সঙ্গে আলোচনা করবেন। যদি কেউ দোষী হন, শাস্তি পাবেন। সিবিআইকে অনুরোধ করবেন, দোষীদের ফাঁসি হোক। কেউ দোষী থাকলে নিশ্চয় ব্যবস্থা নেব। এটুকু বলতে এসেছেন।

একইসঙ্গে তিনি জানান, ‘‘সুপ্রিম কোর্টে এই মামলা চলছে। কোনও পদক্ষেপ আপনাদের বিরুদ্ধে করা হবে না। এখন আমি মুখ্যমন্ত্রী হিসাবে এখানে আসিনি। আন্দোলনের সমব্যথী হিসাবে এসেছি। বড় দিদি এসেছি। আমাকে সময় দিন। ভাল থাকুন।’’তিনি বলেন, ‘‘আপনাদের কাছে আসা মানে নিজেকে ছোট করা নয়। বড় করা। এটা আমার শেষ চেষ্টা।’’

Mamata Banerjee

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর