জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কুর্নিশ। তাঁদের আন্দোলন মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের সব মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী। জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ করে তিনি জানিয়েছেন, সরকার তাঁদের পাঁচ দফা দাবি নিয়ে ভাববেন। এবং দোষীদের অবশ্যই শাস্তি দেবেন। শনিবার সল্টলেকে আচমকা জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চে হাজির হয়ে জুনিয়র ডাক্তারদের প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সঙ্গে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বৃহস্পতিবার নবান্নে বৈঠক করতে গিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। সেই বৈঠক হয়নি। তার আটচল্লিশ ঘণ্টার মধ্যে সল্টলেকে স্বাস্থ্য ভবনে জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চে নিজের হাজির হলেন মমতা।
মুখ্যমন্ত্রী যাওয়ায় সঙ্গে সঙ্গে বিচারের দাবিতে স্লোগান ওঠে। জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, যদি তাঁরা কাজে ফিরতে চান, তিনি কথা দিচ্ছি, দাবিগুলি সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হবে। তিনি একা সরকার চালান না। সকলের সঙ্গে আলোচনা করবেন। যদি কেউ দোষী হন, শাস্তি পাবেন। সিবিআইকে অনুরোধ করবেন, দোষীদের ফাঁসি হোক। কেউ দোষী থাকলে নিশ্চয় ব্যবস্থা নেব। এটুকু বলতে এসেছেন।
একইসঙ্গে তিনি জানান, ‘‘সুপ্রিম কোর্টে এই মামলা চলছে। কোনও পদক্ষেপ আপনাদের বিরুদ্ধে করা হবে না। এখন আমি মুখ্যমন্ত্রী হিসাবে এখানে আসিনি। আন্দোলনের সমব্যথী হিসাবে এসেছি। বড় দিদি এসেছি। আমাকে সময় দিন। ভাল থাকুন।’’তিনি বলেন, ‘‘আপনাদের কাছে আসা মানে নিজেকে ছোট করা নয়। বড় করা। এটা আমার শেষ চেষ্টা।’’