তিলোত্তমার রাজপথে অন্য দৃশ্য। পরনে সাদা শাড়ি মাথায় হেলমেট বাইকে মুখ্যমন্ত্রী। রওনা দিলেন হাসপাতালের উদ্দেশে। কুস্তিগীরদের পাশে দাঁড়িয়ে ব্রিজভূষণ সিংহকে গ্রেফতারের দাবি তোলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। বৃহস্পতিবার ময়দানে গোষ্ঠ পালের মূর্তির পাদদেশে প্রতিবাদে সামিল হন তিনি। রাজপথে মোমবাতি হাতে মিছিলও করেন।
সেই সময় স্বভাবতই সাংবাদিকে ছয়লাপ ছিল এলাকা। হঠাৎ মুখ্যমন্ত্রী খবর পান, এক চিত্র সাংবাদিক অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে দেন মুখ্যমন্ত্রী, পাঠান SSKM হাসপাতালেও। এরপর কর্মসূচি শেষ করে একজন পুলিশকর্মীর বাইকে চেপেই হাসপাতালের উদ্দেশে রওনা হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Bratya Basu: রাজ্যপালের নিয়োগ 'বেআইনি', উপাচার্যদের পদত্যাগের বার্তা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর
দ্রুত হাসপাতালে পৌঁছনোর ছিল, তাই গাড়ির অপেক্ষা করেননি তিনি। বাইকে চেপেই তিলোত্তমার রাজপথ পেরোন মুখ্যমন্ত্রী। ডাফরিন রোড ধরে ফোর্ট উইলিয়ামের দিকে এগিয়ে যায় বাইক, এই দৃশ্যের ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।