মঙ্গলবার মালদা জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। এদিকে তার আগেই মুখ্যমন্ত্রীর সভাস্থলের থেকে কয়েক কিলোমিটার দূরে মালদা জেলার গাজোল থানার পান্ডুয়ার কাছে ঘটে যায় ভয়াবহ বাস দুর্ঘটনা। এখনও পর্যন্ত ঘটনায় মৃত্যু হয়েছে দু'জনের। সভামঞ্চ থেকেই নিহতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী। মালদহের প্রশাসনিক বৈঠক থেকে নিহতদের পরিবারের একজনকে সরকারি চাকরি ও আর্থিক সাহায্যের ঘোষণা করেন তিনি। পাশাপাশি, ওই দুর্ঘটনার বিস্তারিত রিপোর্টও চেয়েছেন মমতা।
ঘটনার খবর পেয়েই হাসপাতালে পৌঁছন বাম নেতা ফুয়াদ হালিম। এছাড়াও মেডিকেল কলেজের (Malda medical College and Hospital) অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়, সহকারী অধ্যক্ষ পুরঞ্জয় সাহা দেখতে যান আহতদের। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যক্ষ পুরঞ্জয় সাহা জানান, "দুর্ঘটনায় আপাতত দু’জন মহিলার মৃত্যু হয়েছে।" জানা যায় সোমবার রাতে ফরাক্কা থেকে উত্তর দিনাজপুরগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার একটি বাস নয়ানজুলিতে পড়ে যায় ।