দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট (West Bengal Panchayet Election)। ভোটের আগে মাটি শক্ত করতে ফের জেলা সফরে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি উত্তরপূর্বের রাজ্য মেঘালয়েও যাওয়ার কথা রয়েছে তাঁর।
নবান্ন সূত্রে খবর, আগামী সপ্তাহের ১৬ জানুয়ারি সোমবার থেকেই জেলা সফর শুরু হবে মুখ্যমন্ত্রীর৷ ওই দিন মুর্শিদাবাদে সভা সেরে সাগরদিঘিতে কর্মসূচিতে যোগ দেবেন তৃণমূল সুপ্রিমো। সেখান থেকে তিনি সোজা যাবেন আলিপুরদুয়ার। সেখান থেকেই তিনি ১৮ তারিখ রওনা দেবেন মেঘালয়ে। মেঘালয় সফর সেরে ফের ১৯ তারিখ আলিপুরদুয়ারেই ফিরবেন মুখ্যমন্ত্রী। ওই দিন আলিপুরদুয়ারে সারবেন প্রশাসনিক বৈঠক।