বাংলার বকেয়া তিনি ফিরিয়ে নিয়ে আসবেন। রবিবার আলিপুরদুয়ারে সরকারি অনুষ্ঠান থেকে ফের এই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যেই তাঁর ঘোষণা, অকাল বৃষ্টিতে যে সব কৃষকদের ফসল মাঠে মারা গিয়েছে, তাঁদের আর্থিক সাহায্য করবে সরকার। এদিন তাঁর আশ্বাস, কৃষক বিমার অন্তর্গত সমস্ত টাকা অ্যাকাউন্টে চলে যাবে।
১৮ তারিখ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের মতে, সব অর্থেই এই দিল্লি সফর খুব তাৎপর্যপূর্ণ হতে চলেছে। তাই আলিপুর দুয়ারের সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ফের জানিয়েছেন, ১৮ থেকে ২০ তারিখের মধ্যে তিনি বাংলার বকেয়া নিয়ে কথা বলতে প্রধানমন্ত্রীর সময় চেয়েছেন। এই কারণে তিনি চিঠিও লিখেছেন।
রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গের জমি বুঝতেই মুখ্যমন্ত্রীর এই সফর। সরকারি অনুষ্ঠানের পাশাপাশি এই সফরে তৃণমূলকে বার্তা দিচ্ছেন তিনি। সেই কারণে, তাঁর নির্দেশ আলিপুর দুয়ারের রাস্তা ঠিক করতে রাত ১০টাতেই পথে নামতে হয়েছে পুরসভাকে। মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, কাজ ফেলে রাখা যাবে না।