শনিবারের কলেজস্ট্রিট। সেখানে পৌঁছে গিয়েছিলেন বিপ্লবী চে গুয়েভারার কন্যা ডাঃ অ্যালেইদা গেভারা। তাঁকে দেখতে ভিড়ে বাম মনস্ক মানুষের ভিড়ে থিকথিক করেছে কলেজস্ট্রিট চত্বর। এদিন 'গুয়ান্তানামেরা'র সঙ্গে গলা মেলান অ্যালেইদা। কমরেডদের সঙ্গে তালে তালে নাচতেও দেখা যায় তাঁকে। 'পৃথিবীকে নিজের দেশ' বানিয়ে শুক্রবারই খাস কলকাতায় পা রেখেছেন অ্যালেইদা। মেয়ের সঙ্গে ভারত সফরে এসে তিলোত্তমাতেও লড়াই-য়ের ডাক দিয়ে যান তিনি।
তাঁকে সংগ্রামী অভিনন্দন জানাতে আগেভাগেই তৈরি ছিলেন বাংলার বামমনষ্ক অসংখ্য মানুষ। শুক্রবার চে'কন্যাকে সংবর্ধনা দেওয়া হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। স্লোগানে ভরে ওঠে যাদবপুরের OAT। একজোট হয়ে অ্যালেইদাকে ‘লাল সেলাম’ জানান পড়ুয়ারা।
দোভাষীর সাহায্য নিয়ে বাবার আদর্শ, জীবন সংগ্রাম তুলে ধরেন তিনি। ডাক দেন লড়াইয়ের। পাশাপাশি যুব সমাজকে একথাও মনে করিয়ে দেন, 'চে’র ছবি শুধু জামার উপর ছাপিয়ে দিলে হবে না। চে’র জীবনাদর্শ নিজের জীবনে পালন করাটাই বড় কথা। '