ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে এবারের প্রধান আকর্ষণ পিঙ্ক বুথ । অর্থাৎ সম্পূর্ণ মহিলা পরিচালিত বুথ । কিন্তু, সেই পিঙ্ক বুথেই চলল 'দেদার ছাপ্পা' । অভিযোগ, ছিনিয়ে নেওয়া হয় ব্যালট । ব্যালটে বক্স ও ব্যালট পেপার পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে । ঘটনায় ভয়ে কেঁদে ফেলেন এক মহিলা বুথ কর্মী । বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ । বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল না, পুলিশও ছিল না বলে অভিযোগ তুলেছেন ভোটকর্মীরা । ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের ১০ নম্বর বুথ ও ১৪৭ নং বুথে ঘটনাটি ঘটেছে ।
আরও পড়ুন, WB Panchayet Election 2023 : বীরভূমের ময়ূরেশ্বরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, বন্ধ ভোট প্রক্রিয়া
জানা গিয়েছে, ভোট প্রক্রিয়া চলাকালীন দু'টি বুথেই হঠাৎ ঢুকে পড়ে একদল দুষ্কৃতী । অভিযোগ, সিসিটিভি ভেঙে দেওয়া হয়, দেদার ছাপ্পা চলে । পোলিং অফিসারের সামনেই ব্যালট নিয়ে যাওয়া হয় । তারপর সেগুলো পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ । রীতিমতো ভয় পেয়ে যান মহিলা ভোটকর্মীরা । কেঁদে ফেলেন ।
পাঁচ বছর আগে রাজ্যে ৩৪ শতাংশ আসন জিতে পঞ্চায়েত ভোট শুরু করেছিল শাসক তৃণমূল । সেই বছর এই বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দিতায় জিতেছিল প্রায় ৯২ শতাংশ আসনে । জেলা পরিষদও দখল করেছিল তাঁরা । পাঁচ বছর পর রাজ্যে ১২ শতাংশ আসনে ভোট হয়নি । তাতেও বাকি বিরোধীদের থেকে এগিয়ে তৃণমূল-কংগ্রেসই ।