কলকাতার নজরুলমঞ্চে শিল্পী কেকে-র কনসার্টের অন্ধকার স্মৃতি এখনও টাটকা। উত্তরপাড়ার ঘটনায় ফের একবার ফিরল সেই স্মৃতি।
উত্তরপাড়ার প্যারীমোহন কলেজ ফেস্টে গায়ক শানের অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা। উপচে পড়া ভিড়ে ব্যারিকেড ভেঙে হুড়মুড় করে মাঠে ঢুকতে গিয়ে জখম হলেন চার জন। এদের মধ্যে দু’জনকে উত্তরপাড়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
Tathagata-Deblina-Bibriti: বিবৃতির সঙ্গে প্রেম? মুখ খুললেন পরিচালক তথাগত মুখোপাধ্যায়
তিন দিন ধরে চলা ফেস্টের বৃহস্পতিবার ছিল শেষ দিন। শানের অনুষ্ঠান দেখতে হুগলির বিভিন্ন কলেজের পড়ুয়া, স্থানীয়রা ভিড় জমান। উত্তরপাড়া গভর্নমেন্ট হাই স্কুলের মাঠে তৈরি মঞ্চে গানের অনুষ্ঠান শুরু হতেই ভিড় উপচে পড়তে থাকে। স্কুলের গেট বন্ধ করে দেয় পুলিশ। শানের গাড়ি আসা পরে গেট খুলতেই বিশৃঙ্খলা তৈরি হয়।
পুলিশ সূত্রে খবর, ঠেলাঠেলি করে ঢুকতে গিয়ে অনেকের চোট লাগে। তাঁদের মধ্যে ৪ জনের চোট গুরুতর।