পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়ার প্রথম দিনই গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত মুর্শিদাবাদের ভরতপুর ২ ব্লক। দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে যায়। গোষ্ঠী কোন্দলের অভিযোগ যদিও অস্বীকার করেছে তৃণমূল।
স্থানীয় সূত্রে খবর, সালার বাসস্ট্যান্ডের কাছে ভরতপুর ব্লক তৃণমূল সভাপতি মোস্তাফিজুর রহমানের অনুগামীদের উপর হামলার অভিযোগ ওঠে। হুমায়ুন কবীরের অনুগামীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় ১৫ জন জখম হন বলে খবর।
আরও পড়ুন: মনোনয়ন জমা দিয়ে গিয়ে তাড়া খেলেন BJP বিধায়ক, চোর চোর স্লোগান
এই ঘটনায় শাসকদলকে কটাক্ষ করে বিজেপি। তৃণমূলের বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি শাওনি সিংহরায় জানিয়েছেন, মনোনয়ন জমা নিয়ে কোনও গন্ডগোল হয়নি। ভুল বোঝাবুঝি থাকলে আলোচনা করে মিটিয়ে নেওয়া হবে।