ব্যারাকপুরে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। অভিযোগ, পুলিশ মিছিল আটকে দিয়েছে। বিজেপির অভিযোগ, শিল্পাঞ্চল জুড়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। পাশাপাশি সোনার দোকানে ডাকাতি ও খুন। সব মিলিয়ে সোমবার মিছিলের ডাক দিয়েছিল বিজেপি। সেই মিছিলেই গন্ডগোল হয়।
বিজেপি সূত্রে খবর, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অফিসে পৌঁছনোর আগেই মিছিল আটকে দেয় পুলিশ। এরপরই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ব্যারিকেড ফেলে দেন বিজেপি সমর্থকরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়।