মাথায় গুলি লেগে ভাঙড়ে মৃত্যু হল এক ISF কর্মীর। ঘটনায় আরও দুই তৃণমূল কংগ্রেস কর্মী জখম হয়েছেন। ঘটনাটি ভাঙড় বাজারের কাঁঠালিয়া মোড়ে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ভাঙড় ১ এবং ২ ব্লক অফিসের কাছে তৃণমূল ও ISF কর্মীরা জড়ো হতে শুরু করেন। তাঁদের অধিকাংশের হাতে লাঠিসোঁটা ছিল। এরপর আচমকা দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ব্যাপক বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ উঠেছে। ঘটনায় ১ ISF কর্মীর মৃত্যু হয়েছে। এবং ২ তৃণমূল কংগ্রেস কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার থেকেই উত্তপ্ত ভাঙড়। ISF কর্মীরা মিছিল করে মনোনয়ন জমা দিতে গেলে সেদিন তাঁদের উপর হামলা চালানো হয়। অভিযোগ ওঠে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এমনকী বোমাবাজি এবং গুলি চালানোর ঘটনা ঘটেছিল।
বুধবার সকালেও একটি মিছিল করে তৃণমূল কংগ্রেস। ওই মিছিল থেকেও বোমাবাজি করা হয় বলে অভিযোগ। তবে তৃণমূলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।
তারপর বৃহস্পতিবার ফের ISF এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষ বাঁধে। অভিযোগ, ব্যপক গুলি এবং বোমাবাজি করা হয় এদিনও। মাথায় গুলি লেগে মৃত্যু হয়েছে ১ ISF কর্মীর।
এদিকে বুধবার বিকালে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি। যদিও মুখ্যমন্ত্রী ব্য়স্ত থাকায় না দেখা করেই ফিরে আসতে হয় তাঁকে।