আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। গত মঙ্গলবারে আদালত-কক্ষ থেকে বেরানোর পর আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকে চড় মেরেছিলেন এক বিক্ষোভকারী। এক সপ্তাহ বাদে এবার তাঁর দিকে ধেয়ে এল জুতো। দেওয়া হল চোর চোর স্লোগানও। ধুন্ধুমার কাণ্ড আলিপুর আদালত চত্বরে।
মঙ্গলবার সন্দীপ ঘোষ-সহ চার অভিযুক্তকে আদালতে পেশ করে সিবিআই। এদিন সিবিআই অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেয়নি। ফলে অভিযুক্তদের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। মামলার পর আদালত কক্ষ থেকে বিচারক বেরিয়ে যেতেই এজলাসেই সন্দীপ ঘোষকে ধিক্কার দেন এক মহিলা। এরপরেই সকলের গলায় ছড়িয়ে পড়ে প্রতিবাদের সুর।
এজলাসে 'চোর চোর', 'ফাঁসি চাই'-সহ একাধিক স্লোগান দেওয়া হয়। উড়ে আসে হুমকিও। পরিস্থিতি সামাল দিতে কক্ষে ফিরে আসেন বিচারক। হাত জোড় করে সকলকে চুপ করার আবেদন করেন। এরপর কড়া পাহারা মোতায়েন করে অভিযুক্তদের আদালত কক্ষ থেকে বের করা হয়। সেখানেও গোলমাল শুরু হয়। এরপর পুলিশের যে গাড়িতে সন্দীপ ঘোষকে তোলা হয়, সেই গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় জুতো।