রাজ্যের বিভিন্ন কলেজগুলিতে পড়ুয়াদের ভর্তির ক্ষেত্রে নয়া নীতি আনতে চলেছে শিক্ষা দফতর । এবার থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি হতে পারবেন কলেজ পড়ুয়ারা । ভর্তি পদ্ধতি নিয়ে আগেই এই প্রস্তাব দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । জানা গিয়েছে, সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সেই প্রস্তাব গৃহীত হয়েছে । কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির ক্ষেত্রে সবুজ সংকেত দেওয়া হয়েছে বলে খবর । মূলত, 'দুর্নীতি' রুখতে স্নাতকে ভর্তিতে কেন্দ্রীয় অনলাইন পদ্ধতিতে ছাড়পত্র দিয়েছে রাজ্য মন্ত্রিসভা ।
বেশ কয়েক মাস আগের থেকেই কেন্দ্রীয়ভাবে ওয়েব বেসড অনলাইন ভর্তির পোর্টাল (Portal) তৈরি করা শুরু করে রাজ্য । জানা গিয়েছে, সেই কাজ এখন শেষের পথে । তাই, সব ঠিক থাকলে আগামী শিক্ষাবর্ষ থেকেই চালু হয়ে যেতে পারে নয়া নিয়মে ভর্তি । সূত্রের খবর, কেন্দ্রীয়ভাবে একটি মেধাতালিকা তৈরি হবে । জানা গিয়েছে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি করে মেধাতালিকা থাকবে । অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলি থেকে একটি বেছে নেওয়া যাবে ।
কলেজে ভর্তি নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে । তাই ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে ভর্তিতে নয়া নীতি আনতে চলেছে রাজ্য শিক্ষা দফতর ।