রাজ্যের বকেয়া টাকা দিচ্ছে না কেন্দ্র। সেই টাকার দাবিতে টানা ৩০ ঘন্টা ধর্না দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ধর্না কর্মসূচির দু'দিন কাটতে না কাটতেই রাজ্যের মিড ডে মিল খাতের বকেয়া ৬৩৮ কোটি টাকা পাঠানোর কথা ঘোষণা করল কেন্দ্র। শনিবার এমনটাই জানা গিয়েছে নবান্ন সূত্রে।
তবে, শুধু মিড-ডে মিল নয়। সমগ্র শিক্ষা অভিযান খাতেও রাজ্যকে টাকা পাঠাচ্ছে কেন্দ্র। নবান্ন সূত্রে খবর, এই খাতে মোট ৫৭৬ কোটি টাকা এবং বাকি টাকা মিড ডে মিল খাতে দেওয়া হয়েছে। মূলত দুটি ক্ষেত্রেই এটি বকেয়া টাকার দ্বিতীয় কিস্তির বলেই সূত্রের খবর।