সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন করতে বাসন্তীতে এসে পৌঁছল কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যে উত্তেজনাপূর্ণ বিভিন্ন এলাকায় রুটমার্চ শুরু করেছে তারা। অন্যদিকে রাজারহাটেও ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। রাজারহাটের সপ্তগ্রাম স্কুল এলাকায় তাদের রাখা হয়েছে।
অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল আদালত। বেশ কয়েকদিন বাহিনী নিয়ে টালবহাহানা চললেও অবশেষে কেন্দ্রের তরফেও জানিয়ে দেওয়া হয়েছে ৮২২ কোম্পানি বাহিনীই পাবে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যে সেই বাহিনী আসতে শুরু করেছে রাজ্যে।
বাসন্তীতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রাখা হয়েছে কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের খেড়িয়ারিতে। ইতিমধ্যে গাগরামারি, মণ্ডলপাড়া, লস্করপাড়া ইত্যাদি স্পর্শকাতর এলাকাগুলিতে টহলদারি শুরু করেছে তারা। জানা গিয়েছে, রাজারহাটে বুধবার থেকে টহলদারি শুরু করবে কেন্দ্রীয় বাহিনী।