অযোধ্যার রামমন্দিরে রামলালার মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠাকে কেন্দ্র করে উৎসবে মেতে উঠেছে গোটস দেশ। সেই উন্মাদনায় শামিল বাংলাও। উত্তর থেকে দক্ষিণবঙ্গ- সর্বত্র চলছে উদযাপন। গেরুয়া পতাকায় ছেয়ে গিয়েছে কলকাতা সহ গোটা রাজ্য।
শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল নেতা গৌতম দেব তাঁর দিন শুরু করেছেন রাম ভজনের মাধ্যমে।।আসানসোলের বার্নপুরে বিরাট শোভাযাত্রায় অংশ নিয়েছেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারও দিনের শুরুতেই মহাসমারোহে রাম মন্দিরে পুজো দিয়েছেন।
শুধুমাত্র রাজনীতিবিদরাই নন, রামমন্দিরে রামলালার মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠার লগ্নে উৎসবে মেতে উঠেছেন সাধারণ মানুষও। বাঁকুড়া শহরের মাচানতলা থেকে লালবাজার পর্যন্ত মহিলারা ঘটে পবিত্র জল নিয়ে শোভাযাত্রা করেছেন৷ সঙ্গে ছিল ঢাকের বাদ্যি। গোটা শহর সেজে উঠেছে গেরুয়া নিশানে। বহরমপুর গোরাবাজারে সনাতনী সমাজের উদ্যোগে হয়েছে বিরাট রাম পুজোর চয়োজন৷ দমদম রোডে হয়েছে কলস যাত্রা৷ কলকাতারও বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে উদযাপন।