রানিগঞ্জের সেনকো গোল্ডে ডাকাতির ঘটনায় প্রকাশ্যে এল CCTV ফুটেজ। সেখানে দেখা গিয়েছে মুখ ঢাকা অবস্থায় সাত জন দুষ্কৃতী প্রবেশ করে ওই গয়নার দোকানে। তাদের প্রত্যেকের হাতেই ছিল আগ্নেয়াস্ত্র। প্রথমের নিরাপত্তারক্ষীকে মারধর করে তারা। এবং ডাকাতি করে বেরোনোর সময় গুলি চালায় তারা।
ঘটনার সময় ওই এলাকায় কাজে গিয়েছিলেন শ্রীপুর ফাঁড়ির বড়বাবু মেঘনাদ মণ্ডল। তিনি বিষয়টি বুঝতে পেরে গুলি চালাতে শুরু করেন। যদিও ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয় ডাকাতদল।
পালানোর সময় একটি গাড়িও ছিনতাই করে ডাকাতদলটি। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Read More- রানিগঞ্জের সোনার দোকানে লুটপাঠ, পুলিশ-ডাকাতের গুলির লড়াই
রবিবার বেলা ১২টা নাগাদ সেনকো গোল্ডের একটি দোকানে বাইকে চড়ে প্রায় আট জন যুবক হাজির হয়। সটান দোকানে ঢুকে বন্দুক তাক করে দুষ্কৃতীরা। নিরাপত্তারক্ষীদের রাইফেল কেড়ে নেওয়া হয়। এরপর দেদার লুটপাট চালায় দুষ্কৃতী দল।