পুরনিয়োগ দুর্নীতি কান্ডে এবার রাজ্যের এক গুরুত্বপূর্ণ মন্ত্রীকে তলব করল সিবিআই। সূত্রের খবর, ৩১ অগাস্ট, তাঁকে তলব করা হয়েছে। বুধবার সেই নোটিস স্পিড পোস্টে পাঠানো হয়েছে। পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে হাই কোর্টের আইনি জটিলতা কেটে যাওয়ার পর আরও তৎপর সিবিআই। নিজাম প্যালেস এবার রাজ্যের এক মন্ত্রীকে চিঠি পাঠিয়েছে।
সূত্রের খবর, পুরসভার নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, তার একাধিক তথ্য হাতে পেয়েছে সিবিআই। সেই সময় ওই মন্ত্রী একটি পৌরসভার দায়িত্বে ছিলেন। সেই পৌরসভায় নিয়োগে দুর্নীতি হয়েছে। পুরনিয়োগ দুর্নীতি চক্রের অন্যতম অভিযুক্ত অয়ন শীলের সঙ্গে তাঁর পরিচয় কীভাবে, সব জানতেই তলব করা হয়েছে ওই মন্ত্রীকে।
উল্লেখ্য, অয়ন শীল গ্রেফতার হওয়ার পর পুর নিয়োগ দুর্নীতির অভিযোগ প্রথম সামনে আসে। সিবিআই তদন্তের নির্দেশ দেন হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাই কোর্টের ডিভিশন বেঞ্চও সেই সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখে। শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য। সুপ্রিম কোর্টও হাই কোর্টের নির্দেশ বহাল রাখে।