শুক্রবার বীরভূম ফিরে অনুব্রত(Anubrata Mondal) জানান, তিনি সম্পূর্ণ সুস্থ। এরপরেই আবার মঙ্গলবার তাঁকে তলব করল সিবিআই। তবে এবার ‘ভোট পরবর্তী হিংসা’ (Post poll Violence) মামলায় অনুব্রকে তলব করা হল সিজিও কমপ্লেক্সে(CGO Complex)।
গত বৃহস্পতিবার গরু পাচার কাণ্ডে সিবিআই কর্তাদের সামনে হাজির হয়েছিলেন অনুব্রত(Anubrata Mondal)। সিবিআই সূত্রে খবর ছিল যে, বৃহস্পতিবারের জেরা অসম্পূর্ণ। তদন্তের স্বার্থে আরও জেরা করার প্রয়োজন আছে। তাই ফের শুক্রবার তাঁকে তলব করা হয়েছে। তবে শুক্রবারের আগেই সিজিও কমপ্লেক্সে আসতে হবে তাঁকে। হাইকোর্টের(Calcutta High Court) নির্দেশে ভোট পরবর্তী হিংসা মামলার(Post poll Violence) তদন্ত করছে সিবিআই। সেই মামলার সূত্র ধরেই জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল তলব করা হয়েছে অনুব্রতকে।
এর আগে দু’বার বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে(TMC Birbhum District President) তলব করা হলেও তিনি হাজিরা দেননি। তাই এই মামলায় ফের তাঁকে তলব করা হল। আগামীকাল বেলা একটার মধ্যে সিজিও কমপ্লেক্সে আসতে বলা হয়েছে। আদৌও তিনি আসেন কিনা, এখন এটাই দেখার বিষয়।