ফের নারদ কাণ্ডের তদন্ত নিয়ে সক্রিয় হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। ওই মামলার তদন্তে ডেকে পাঠানো হল ম্যাথু স্যামুয়ালকে। তাঁকে ৪ এপ্রিল বৃহস্পতিবার নিজাম প্যালেসে দেখা করতে বলা হয়েছে।
কাদের দেখা গিয়েছিল ভিডিও-তে
২০১৪ সালে একটি স্টিং অপারেশন চালানো হয় ম্যাথু স্যামুয়ালের নেতৃত্বে। ওই ভিডিওতে টাকা নিতে দেখা গিয়েছিল সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, ফিরহাদ হাকিম, মদন মিত্র সহ একাধিক তৃণমূল নেতাকে। এমনকি, ভিডিওতে ছিলেন তৎকালীন তৃণমূল কংগ্রেস নেতা শুভেন্দু অধিকারীও। ওই ভিডিওটি প্রকাশ্যে আসে ২০১৬ সালে।
এদিকে লোকসভা ভোটের প্রথম ভোটগ্রহণ ১৯ এপ্রিল। তার ১৫ দিন আগে ম্যাথু স্যামুয়েলকে ডেকে পাঠানোর ঘটনায় রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে জল্পনা।