এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলার তদন্তে আরও একধাপ এগোল সিবিআই (CBI)। বুধবার প্রদীপ সিংহ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। নিউটাউন এলাকা থেকে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এরপর বৃহস্পতিবার সকাল থেকেই সল্টলেকের জিডি ব্লকে প্রদীপের অফিসে হানা দিয় সিবিআই আধিকারিকরা। মোটা অঙ্কের টাকার বিনিময়ে লিঙ্কম্যানের কাজ করার অভিযোগ উঠেছিল প্রদীপ সিংহর বিরুদ্ধে।
সূত্রের খবর, সল্টলেক জিডি ২৫৩ ঠিকানায় হানা দেয় সিবিআই (CBI raided at Pradip Singh office)। সল্টলেকের ওই ঠিকানায় প্রদীপের অফিস রয়েছে। প্রদীপ ‘মিডলম্যান’ বলে দাবি তদন্তকারীদের। নবম-দশমে শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রচুর টাকা তোলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
আরও পড়ুন: অন্যদের চেয়ে মাসিক ৬০ হাজার টাকা কম বেতন পাবেন বিধায়ক পার্থ
স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তে ইতিমধ্যেই এসএসসি’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ও প্রাক্তন সচিব অশোক সাহাকে গ্রেফতার করেছে সিবিআই। ইডি গ্রেফতার করেছে পার্থ চট্টোপাধ্যায়কে।